ফুল বিকশিত হলে সুগন্ধ ছড়ায়
প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে
মনকে নির্মল করে
ঈশ্বরের চরণে তার মুক্তি হয়  l
আমদের শিক্ষাও একটি ফুল
শিক্ষা অন্তর্নিহিত সত্তাকে টেনে বার করে
ব্যক্তির সুষম বিকাশ সাধন করে
সুস্থ দেহে সুস্থ মন তৈরি করে
শ্রেষ্ঠ জীবের ব্যক্তি স্বার্থ পূর্ণ করে
মুল্যবোধের মন্ত্রে দীক্ষিত হয়ে উঠে
চেতন মন মুক্ত হয়ে
অসীম বিশ্বে পাড়ি দেয়
দেশ ও দশের জণ্য ভাবতে শেখায়
সমৃদ্ধ হয় দেশ ,জাতি ,বিশ্ব
সৌন্দর্যময় করে তোলে স্রষ্টার বাগান
ফুলের বাতাসে নৃত্যের মত
জীবন খানি আনন্দে নৃত্য করে
দুষ্ট ক্ষত সরে পুষ্ট হয় পৃথ্বী l


প্রতিটি প্রাণ সদ্য অর্ধফোটা কুঁড়ি
তাকে বিকশিত করলেই
ধরণীতে ফুলের মেলা হবে
আঁধার কেটে ভোর হবে
ভাস্করের লীলা শুরু হবে মর্তে
সমাজের আঙিনা আলোকিত হবে
সুগন্ধময় বিশ্বে রচিত হবে নতুন অধ্যায় l