জীবনের এপিঠে-
সুখদুঃখের তরঙ্গে তরী বেয়ে
হাসি বেদনার কোটালে দাঁড় ঠেলে
যমদূতের সাথে সংগ্রামের রণবাদ্য বাজায় আমরা।


অস্তিত্বের জন্য সংগ্রাম প্রতিটি জীবে
জীবের প্রতিটি কোষে কোষে
শিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে ।


জীবনের ওপিঠে-
সুপ্ত আশাদের সবুজ মিলন ক্ষেত  
ইচ্ছেগুলো স্রোতের ভিতর ঘূর্ণি হয়ে...,
কামনা গুলো গাছের ছায়ার শান্ত বাতাসে
কিলবিল করে।


ভালো-মন্দ দ্বিধা-দ্বন্দ্বের গুঞ্জরি তুলে
বসন্তকুসুম মনের ভিতর সাজিয়ে
অনন্ত সম্ভাবনার সাগরতীরে বসে,
জীবনের রণতরীতে রণবাদ্য বাজিয়ে
অবিরত অস্তিত্বের সংগ্রামে...।