একটি গোলাপ চারা পুঁতেছি
আমার উঠানে
প্রতিদিন শব্দ ভান্ডার নিকড়ে
বারী সিঞ্চন করি
মহান মানবের আপ্ত বাক্য পেষাই করে
সার প্রদান করি
অংশুর একমুঠো রোদ শুষে
আলো ছড়িয়ে দিই
সুন্দরীতমা নীলিমার বদান্যের বেষ্ঠনী
দিয়েছি
চাঁদনীর জোছনা ছিটিয়ে অশুভ আঁধার
রোধ করছি l


একদিন ফুল উদ্ভাসিত হয়ে  
বিশ্বময় ছড়িয়ে পড়বে
সৌরভ সুবাসে ভরে উঠবে অঙ্গন
সুহৃদরা প্রজাপতি হয়ে বাহার দেবে
সুন্দরতায় বিহ্বল হয়ে যাবো আমি
গোলাপী ক্যানভাসে গলাগলি আবেশ
ভ্রাতৃত্বের বর্ণময় পরিবেশে জীবন হবে  ছন্দময়
বারুদের বিশ্বে রচিত হবে সুরভীময় প্ল্যাটফর্ম l