তুমি বীর
সাম্য তোমার শিরায়
প্রেম তোমার হিয়ায়
গলাগলি তোমার হৃদয়ে
গরীবরা তোমার সদয়ে l


তুমি বীর
সাহিত্যের তুমি সাধক
ভ্রাতৃত্বের তুমি পালক
সাহসের তুমি সৈনিক
বাঙালির তুমি দৈহিক l


তুমি বীর
নাটকে তুমি অভিনেতা
গানের তুমি রচয়িতা
সম্পর্কে তুমি মানবিক
চিন্তায় তুমি দার্শনিক l


তুমি বীর
বিদ্রোহীর তুমি প্রেরণা
কবিদের তুমি প্রেষণা
তরুণের তুমি মন্ত্রণা
অত্যাচারীর তুমি যন্ত্রণা l


তুমি বীর
তুমি রিক্তে ; তুমি রক্তে
তুমি শাক্তে ; তুমি শক্তে
তুমি বীর্যে ; তুমি শৌর্যে
তুমি কর্মে ; তুমি মর্মে
তুমি বীর ; উঁচু শির
নত করি ; মম শির l