বিবেকানন্দ শুনতে পাচ্ছো-
কাশ্মীর থেকে কন্যাকুমারীর আজ আর্তনাদ,
ভারতের আকাশে বিরাট কালিমূর্তির হুঙ্কার।


বিবেকানন্দ দেখতে পাচ্ছো-
বিবেকের চেতনায় অমাবস্যার তিথি
সবোর্চ্চ শিখর থেকে বিষধর দের লোলুপ জিহ্বার আগ্রাসন ,
মানবতার ক্যানভাসে  শিমুলের রমরমা বাজার।


বিবেকানন্দ অনুভূতি পাচ্ছো-
সম্প্রীতির বাতাসে কেমন লু এর উপদ্রব
মনের গহনে মন পোড়ার গন্ধ,
শীতের গাঁদা পাপড়ি মেলার আগেই ঝরে পড়ার শব্দ।