Post-159
তাং-17/08/16
" প্রশ্ন "
প্রশান্ত কুমার ঘোষ


আমরা বাজি ফাটায় আনন্দ উপভোগ করি কিন্তু বাজির ভবিষৎ বলে কিছু থাকে না ,নিজ অস্তিত্বের অবসানে জলসা অনুষ্ঠানের রসদ মাত্র l  


আমাদের সমাজের খেটে খাওয়া মানুষের জীবন বাজির মত-
ওরা শ্রম দিয়ে আমাদের জঠরাগ্নি নিভিয়ে চলেছে ,
নিজের রক্ত দিয়ে ফসল ফলায়-মাছ ধরে- কাপড় বুনে-বাড়ি বানায় ,
জিভকে তৃপ্ত করে ; শরীর কে রাখে সুস্থ l
ওদের ভবিষৎ!
শোষণ-তাচ্ছিল্যের স্তুপে পচে পঞ্চভূতে বিলীন হয়ে চলেছে ,
ওদের খবর আমাদের মত মেকি মহানদের রাখা কী উচিত ?