এতো শুধু শূন্যতা
শূন্যতার বালুচরে হেঁটে হেঁটে চলি
শূন্যতার শকটে এগিয়ে চলেছি লক্ষ্যস্থলে,
শূন্যতার হাত ধরেই জীবনের জলসায় দিনাতিপাত
শূন্যতার চাদরেই আমার শীতলতার নির্বান ।


চারিদিকে শূন্যতা
শূন্যতার কারাগারে বন্দী আমি
শূন্যতার দাপাদাপি কোষে কোষে  ,
শূন্যতার বেচাকেনা রক্তের কণিকায়
শূন্যতার নিকষ আঁধারে মন নির্বাসিত ।


আমি কি শূন্য?
নাকি শূন্যতা আমাকে গ্রাস করেছে ?
চিবিয়ে চিবিয়ে আমার হাড়-মাস উদরপূর্তি করছে,
শূন্যতার রাজত্বে লেপটে আছে লিবিডো
শূন্যতার কূটকচালিতে হয়েছি দেউলিয়া।


হে শূন্যতা
তুমি কি শুধু শূন্য করেই রাখবে
নাকি শূন্য হাতে যেতে হবে বলে-
রিহার্সাল করিয়ে দক্ষ করিয়ে দিচ্ছ,
তোমার লীলা বুঝিনা তবু বলি
তুমি এভাবেই আমাকে ভরিয়ে রেখ।