সদ্যজাত সূর্যের কমলা আঁচলে শুয়ে আছি
থালা ভরা কুসুমের স্পর্শে আমার রন্ধ্রে রন্ধ্রে রোমাঞ্চ ঢেউ তুলে,
যুবতী শ্রাবণীর ধারায় ভিজলে রোমাঞ্চ যেমন পাল তুলে
তেমনি সকালের সবে চোখ মেলা সবিতার রূপের ছটায় কোষ গুলি সক্রিয় হয় ;
স্নায়ু গুলি ছন্দ ফিরে পায়  ,
হৃদয়ে কর্মে প্রবৃত্ত হওয়ার তুফান উঠে ,
অসীমের বুকে আমার স্পন্দন অনুভব করি -আমি আছি ; আমি অস্তিত্বশীল l