নারী তুমি,  
জগৎ সংসারের কলু
সন্তান প্রসবের কারখানা
আনন্দ উপভোগের পাশ বালিশ।  


নারী তুমি,  
স্বার্থের দামামা
কলঙ্ক রাখার নিলয়  
গৃহ আলোর ফিলামেন্ট।  


নারী তুমি,
পুরুষের জন্য প্রথা
প্রথার জন্য অনুশাসন
অনুশাসনের বেদিতে উপচার।


নারী তুমি,
আরও কতদিন
এঁটে থাকবে কুলুপ
প্রসন্ন করবে ভেকধারী দেবতাকে।


নারী তুমি,
মূল্য পাবে তখন
যখন রচিবে অনুশাসন
গঠন করবে সম-বর্তী সমাজ।