জাতি তত্ত্বের ঝড়ে বৃক্ষের ডাল লন্ডভন্ড
পশ্চিমী জঙ্গীবাদের শ্বাসে মাংস খণ্ড ছড়িয়ে ছিটিয়ে
রাজধর্মের নির্মম বেড়াজালে মনুষ্যত্ব মেঘে ঢাকা তারা
সম্পর্কের ক্যানভাসে ক্যান্সারের ক্যান্টিন
অন্তরে অমাবস্যার নিশুতি মেলা
কথাবলা-কথাদেয়ায় পীথাগোরাসের অংক কষতে হয়
পদ্ম পাতার এক ফোঁটা জলের মত জীবন
আজ আমরা তুফান উঠা দরিয়ায় তরণী বেয়ে চলেছি
ধোঁয়ার কুণ্ডলীর মত অজানা অসীমের দিকে ...l