ধর্মাবতার!
আমরা পীড়ক,লোভী,পিশাচ,মাংসাশী
আমাদের বিবেকে দাউদাউ করে জ্বলছে নির্বোধের নিয়ন আলো
অন্তরের অন্তস্তলে অঝোরে ঝরছে অবিবেকি নিষ্ঠীবন।


ধর্মাবতার!
আমরা সংহার,শক্তিশালী,বাহুবলি
তাই আমাদের যা ইচ্ছা,যাকে ইচ্ছা
যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা...।
মুক্তমঞ্চে লিবিডোর মহড়া আর
ভদ্রতার কড়াইয়ে কচি কচি কলিজার কালিয়া কষি।


ধর্মাবতার!
আমরা সাহসী,সুবিধাবাদী, স্বেচ্ছাচার,
সুযোগের সদ্ব্যবহার করাই আমাদের বীরত্ব
নিজ ইচ্ছাকে ধরাভূমিই রোপণ করাই আমাদের পুরুষত্ব
ঢলঢলে মাংসে মালুম কাঠের মহারণেই আমাদের শ্রেষ্ঠত্ব।


ধর্মাবতার!
আমরা বর্বরতার যুপকাষ্ঠে সভ্যতার বলি দিই
পিশাচের লেলিহান শিখায় বিবেক ঝলসায়
আমরাই হ্যাঁ হ্যাঁ আমরাই-
হিংস্রতম জীবের পরম প্রমান।