আশাহীন ছন্দে সিন্ধুর কাছে নিবেদন করি
একটা আধুনিক কবিতা দেবে ?
সিন্ধু বলে
বিন্দু বিন্দু জলকণার সাথে
তোর সত্তাকে মিশিয়ে দে
তরঙ্গের সাথে ফুলে উঠে আছড়ে পড়
বালুর রেণুই রেণুই মিশে যা
দ্যাখ কবিতা মিলবে l


সিন্ধু বলে
আমার গাত্রে ডুব দে
গহনে চলে যাবি ; ঝিনুকের কুড় পাবি
মুক্ত সমেত একটাই ঝিনুক আছে
সেটি এনে চিরে মুক্ত বার কর
সেই মুক্তার কোণায় কোণায় তোর সত্তাকে
মিশিয়ে দে
দ্যাখ কবিতা মিলবে l


সিন্ধু আবারও বলে
আমার গর্ভের ভিতরে চলে যা
গচ্ছিত সম্পদের ভ্রূণটাকে বার করে
তোর গর্ভে ধারন কর
তার মজ্জায় মজ্জায় তোর সত্তাকে
মিশিয়ে দে
দ্যাখ একটা কবিতা মিলবে l


আমার সত্তাকে
বালুর রেণুই রেণুই মিশিয়ে দেব
মুক্তার কোণায় কোণায় মিশিয়ে দেব
ভ্রূণের মজ্জায় মজ্জায় মিশিয়ে দেব
শুধু একটি আধুনিক কবিতার জণ্য l