বাঁশ বনেতে পেতনি ডাকে
কয়েত গাছে ভূত,
লাফায় তারা ভোর দুপুরে
খেদিয়ে দেয় সুত।


আঁধার বেলা তারাই রাজা  
পিট পিটায় চোখ,
সূর্য মামার হাসি দেখলে
করতে থাকে শোক।


বায়ুর তানে উড়বে তারা
দেখবে সব কিছু,
বায়ুর ঘূর্ণিই লুটে মজা
কায়ার আগে পিছু


ডালে ডালে সাঁতার জমায়
ধপাস করে শব্দ,
আঁশ বঁটির খবর দিলে
ভূত পেতনি জব্দ।