এ কেমন অনুভূতি
আল আমিন চৌধুরী স্বপন


বলতে চেয়েও বলতে পারি না, আবেগের
দোলাচলে শুধু ভাবি, এ কেমন অনুভূতি !
এত কাছাকাছি তারপরও খুঁজে ফিরি।


নিঃপ্রান পাথরে শীতল প্রবাহে বয়ে চলে
জলপ্রপাত, তৃষ্ণার্ত চাতক উষ্ণ মরু প্রন্তে
খুঁজে পিপাসার জল,
কারও তৃষ্ণা মিটে কারও মিটে না স্বাদ।


কাজল মেঘের বৃষ্টিধারা ভিঁজিয়ে দেয়
মায়াময় এই ধরনীতল, শুষ্ক অরন্য
ভিঁজে স্বতেজ হয় অবারিত সবুজ প্রান্তর।


ফিরে আসি ফিরে যাই, ছায়ার মত মায়া
জড়িয়ে আছে শিকড়-বাকর, নৈশব্দ ভাবনার
এই চরাচরে, কিসের জন্য কার লাগি এই-
উদাসী মন আঁধারে খুঁজে আলোর অনুভূতি।


সুন্দর তুমি দেখা দাও, আলোর মাঝে নিজেকে
ফিরিয়ে নাও, জেগে উঠুক আমার আমি  
ঐ নিঃসীম অসীমে।


চোখ তুমি অন্ধকারের জ্যোতি, সর্বস্ব দহনে
নিজের মাঝে নিজেই যেন জ্বলে উঠি-
আলোর অভিমানে।


ছুটে চলছি দীগন্ত পেরিয়ে-
ডাকছে ওই পিছনের মায়া অন্তহীন অনন্তে,
বলতে পারি না আবেগের দোলাচলে
শুধু ভাবি এই আছি বা এই নাই !


© ঐ ০৪/০৮/২০১৯