একদিন থেমে যাবে
আল আমিন চৌধুরী স্বপন


আমি পারছি না, কিন্তু আমি সাহস নিয়ে এগিয়ে যাবো। আমি করছি না, কিন্তু আমি করতে পারবো, এই চেতনা নিয়েই চলতে থাকবো। যতদিন বেঁচে আছি ততদিন মনে রাখবো। এক সময় সবাই তো হারিয়ে যায়।


এই পৃথিবী এই আমি, দীর্ঘদিনের পথ চলা, কেউ আসবে কেউ চলে যাবে, একদিকে ভাংবে আরেক দিকে গড়ে উঠবে। শুধু ভালবাসার ইচ্ছেটা বেঁচে থাক অফুরান্ত উষ্ণতা নিয়ে।


মনে করো এক অতিথি পাখী এসেছিল সমূদ্র পারি দিয়ে, বেলা শেষে ডানা মেলে উড়ে গেল নীজ বাতায়নে।


নীজেকে লুকিয়ে ফেলেছি, মায়া মমতা সম্পর্কগুলি অগ্নি দগ্ধ হয়ে জ্বলছে, তবুও নি:সংশয়ে আমি বিমূর্ত ভাবনায় চলছি আমার ঠিকানায়।


আমি দীর্ঘশ্বাসের মধ্যে খুঁজে পেয়েছি মাতৃশক্তি, অনুভবে যা আছে তা থাকবে,
হারানোর স্মৃতিগুলি পিড়া দিবে, কিন্তু আমার ইচ্ছের দূরন্ত সহিস প্রবলবেগে এগিয়ে যাবে।


আমি থাকবো না, থাকবে দৃশ্যপট, সময় থামবে না, একদিন থেমে যাবে আমার আমি।
২৫ /১২/ ২০২৩