সামাল দাও
আল আমিন স্বপন


বড্ড বেসামাল দশা স্বার্থপরের মত বিবৃতি শুনে
বড্ড বেমানান লাগে, যখন লেগাম ছারা কয় কথা,
দ্রব্যমূল্যের উর্ধগতি দাহ করেই জ্বলছে পেটের ক্ষুধা
আর কথায়-কথায় গলাবাজি উন্নয়নের গতি বেগতি দেখে।  


যারা মহাব্যস্ত মহাশয়ের স্বার্থ রক্ষায়-
তাদের কাণ্ডজ্ঞানহীন কর্ম দেখে জাতি এখন দিশেহারা,
কি আর্জন আর কতটুকু ভোজন তার হিসাব পরে হবে।


মুখে লেগাম দাও নয় তো বেপড়োয়া চালিয়ে যাও,
ভালো মন্দের আমল নামা কাউকে ছাড়বে না।


পরিস্থিতি টের পাচ্ছ ? কোন্‌ দিকে যাচ্ছে সব !
দেশ তো নিরাপত্তাহীন ঝুকির মূখে,


বিধি-বিধান হজম করে, দমন পিড়ন চলছে এখন
জনমত গড়ে তোল। দেশ বাচাঁও মানুষ বাঁচাও
বদলে যাও বদলে দাও,
দিন বদলের পালা গাও।


জ্বলছে আগুন পুরছে মানুষ, সময় থাকতে শুধরে নাও
সামাল দাও সামাল দাও, নইলে বিপদ সামনে ভারি !
সব সত্যের এক সত্যি বাহান্ন আর একাত্ত’র দিব্যি করে-
শপথ নাও, শপথ নাও।