স্মৃতি দ্রোহে  
আল আমিন স্বপন


কবিতা সুন্দর, কবিতা প্রেমোময়, কবিতা প্রকৃতির
লীলা স্পন্দন, বৃক্ষের ছায়া তলে প্রভাত অবগাহনে
সূর্যাটাকে ছুঁইয়ে দিতে আজ যে ফাল্গুনী ফুল ফুটেছে,  
বুকের ভিতর থেকে প্রার্থনার গুঞ্জ উঠেছে কৃতজ্ঞতার সূরে।  
প্রজাপতির ডানার মত বর্ণমালা বর্ণাঢ্য রঙে রঙীন ,
ঘাস ফড়ং’র উড়া উড়ি দেখে দ্রুপদী কলায় বেঁজে উঠে
কবিতার অন্তরঙ্গ সঙ্গীত।
ফাগুনের কলোরবে কবিতা সমগ্র গ্রন্থ আবৃত মলাটে    
নানা রঙ তুলিতে সেঁজে গুজে বর্ণিল হয়, বসন্ত বৃক্ষের-  
সবুজায়নে কবিতা নতুন করে বারবার জন্মায় শিমূল রঙে,  
ভরা মৌসুমে কবিতা লাল সবুজের আল্পনায় সুন্দরী হয়,  
প্রেম করে বিয়ে করে, সাঁজ ঘরের প্রিয়তম হয়।
  
পিছু ডাকে কিছু না ভুলা স্মৃতি, নদীর উচ্ছলিত জলের নিট্ল শব্দে-ঐ সুরের ধ্বনি শুনি মহান একুশের টানে, কবিতা অশ্রু জলে ভিঁজে স্বর-ব্যঞ্জনের অনুরণে, বাঁজায় আত্মত্যাগের রক্তাত্ব স্মৃতির করুন বিউগল।  
স্মৃতির দ্রোহে জেগে উঠুক নিবেদিত মানুষের মানবতাবোধ
কবিতা হোক মনুষত্বের শ্লোগান একুশের দর্পণে।
© আল আমিন স্বপন
       ১৮/০২/২০১৫