সব বুঝের এক বুঝ
আল আমিন স্বপন


আমার ত বুঝে আসে না, শেষ পর্যন্ত কি হবে বা কি হতে পারে!
দেশটা এখন মৃত্যকুব, আগুন আর বারুদের খেলায় মরছে মানুষ।  
কে সঠিক আর কে বেঠিক এখনো বুঝার সময় হয়নি,  
ক্ষমতায় থাকা কালে তা বুঝাও যায়না,
তবে অনেকে বুঝেও না বুঝার ভান করে বিষয়টা এড়িয়ে যায়,  
গা বাঁচিয়ে চলার অভ্যেসটা ইদানিং বেশী বেড়ে গেছে।  
যারাই চটে উঠে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে,  
তাদের নামে নামে হয় সমনজারি, রিমান্ডের শেষে যেতে হয় কারাগারে,
কেউ কেউ দৌড়ের উপর থাকে থানা পুলিশ আর মামলার দায়ে।
মিডিয়া এখন নজর বন্ধি, খেলছে বন্ধাত্বের কানামাছি, অন্ধরা পথ চলে
অন্তরের আলোতে আর চোখ থাকতে অন্ধ যারা, তারা একদিন উষ্টা খেয়ে            
দুম্রে মোচ্রে পরে থাকবে অন্ধাকার গলিতে। ধাক্কা এখনো খায়নি, যখন
সময়টা অসময় হয়ে সামনে আসবে মহাবিপদ, তখন আর কোন-
নিরাপদ থাকবে না। কঠিন আঘাত হানবে এই দূরন্ত মহাকাল,
এখন শুধু অপেক্ষার পালা। সে দিন বেশী দূরে নয়, পতনের শব্দ শুনে
কেঁপে উঠছে তাসের ঘর। সব বুঝের এক বুঝ"স্বৈরতন্ত্র নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক"।  
© আল আমিন স্বপন
         ০২/০২/২০১৫