বাঁজাও বিপ্লবের দামামা  
আল আমিন স্বপন


রঙের দুনিয়ায় রঙভরে চলছে খেলা
কারো চোখে রঙধনু'র রঙ
কারো চোখে অশ্রুজল।
কারো চোখের কাজল ভিজে,
কারো চোখে স্বপ্ন রঙীন  
কেউ আবার মেকাপ দিয়ে সং সাঁজে।
কত কাল আর চলবে, রঙ দেখানো-  
রঙীন খেলা ?
চারিদিকে রক্তমেঘ জমাট বাধা,  
আঁতশ বাঁজি দাহ করে, চলছে এখন-
দহন জ্বালা।  
সম্মূখে বিপদ, অসহ্য দুঃশাসনের যাতনা,  
হুঙ্কার দিয়ে উঠো, মরো বাঁচো একসাথে-
বাঁজাও বিপ্লবের দামামা।
© আল আমিন স্বপন
    ০৩/০৩/২০১৫