বিশ্ব বিবেক নাড়া দিয়ে উঠলো
আল আমিন স্বপন
বিশ্ব বিবেক নাড়া দিয়ে উঠলো, উপকুলবর্তী সাগর পারে-
উপুত হয়ে থাকা এক মাসুম বাচ্চা 'আয়লান কূর্দীর লাস
ভাসতে দেখে।
সমূদ্রের ক্ষিণ ঢেউ খেয়ে যেমনটি নড়ে-চরে উঠেছে শিশুটির দেহ
তেমনি পৃথিবীর বোধ শক্তি জেগে উঠেছে সহানুভূতির অনুকম্পনে।
গহীন সমূদ্র সন্তরণে যে 'মা' তাঁর সন্তানেরে খুঁজে উত্তাল ঢেউয়ে,
সে বাবার হাত ধরে হারিয়ে গেছে স্রোতের টানে, ডুবন্ত তরীর-
তলা-তল থেকে ফুলে-ফেঁপে উঠেছে অভিভাসি মানুষের লাস,
তারপরও লবনাক্ত ভেঁজা চোখে 'মা' তাঁর নাড়ি ছেড়া ধন 'আয়লান'কে
খুঁজে ফিরে সমূদ্র গাহনে, আজ স্নেহের টানে ঢেউ তুলেছে বিশ্বময় জল-স্থলে।    


দীর্ঘ পথ যাত্রায় আর কতদূর, কখনও সমূদ্র পথে, কখনও পায়ে হেটে,
কখনও বা বাস-ট্রেনে নিরুদ্দেশের যাত্রা পথে ঠিকানা খুঁচ্ছে বিপর্যস্ত
সিরিয়ার মানুষ, এখন বেঁচে থাকার আশ্র পেতে-
এই পৃথিবীর দিক-বিদিক ছুটছে তাঁরা,
ধর্ম বর্ণ জাত-পাত ভূলে মানুষের অন্তরে মানুষ জেগে উঠেছে,  
আজ মনে হয়, এই পৃথিবী মানুষের আবাস, কেউ শরনার্থী নয়।
© আল আমিন স্বপন
     ০১/০৯/২০১৫