অতিক্রম
আল আমিন চৌধুরী স্বপন
কে পিছু ডাকে জানি না, শুধু কানে শুনতে পাই, অনেক দিন যাবত লক্ষ্য করছি পিছন থেকে কে যেন ডাকে আমাকে! আমি শুনি কিন্তু ফিরে দেখি না, হয় তো কেউবা হবে চেনা-জানার'র মাঝে দেখে আমাকে। আমি তো সামনের দিকে দেখছি, সময়ের সাথে পথ অতিক্রমন করে চলছি, সময় মত ছেড়ে আসা ট্রেন সময় মত থামবে একদিন। অন্ধকারে খুচ্ছি আলোর দিশারী, এসো, এসো সামনের দিকে দেখি, পিছনে আছে জ্বীন-ভুত, ভয়ে কেপে উঠি কিন্তু কখনও দেখিনি। যা দেখি না তার আবার কিসের ভয়? আমার হাতে আছে আলীর জুলফিকার, নিগুর চোখে দেখি বীরত্বের তীর, চাই ঐশি শক্তি, শিব শক্তি, অন্ধার বিনাশি কালি মূর্তি, কে আছো কুরু ক্ষেত্রের মহাবীর, যত আছে অমংগল আশ-পাশে, দুরন্ত মংগলের তরোবারী তলে বিনাশ হয়ে যাক একসাথে। যারা পিছন থেকে মারে তারা কাপুরুষ। যার হাতে আছে সত্যের কলম তার লাগে না ধারালো তরোবারি। অর্থের চেয়ে কলমের শক্তি অধিক। আর কান কথা নিবো না, পিছু ডাক শুনবো, শুধু এগিয়ে যাব আলোকবর্ষ অতিক্রম করে।