তোমার অপেক্ষায় থাকি
আল আমিন চৌধুরী স্বপন


তুমি নেই বলে বসন্ত নেই, তুমি নেই বলে-
এখানে মেঘলা আকাশ! তুমি নেই তাই আলোও নেই।
মেঘে ঢাকা আকাশ, অলস সময়, স্বপ্নটা হারিয়ে গেছে
চোখের আরালে। তুমি নেই বলে, অবাধ্য মন হারিয়ে যায়
সীমা ছাড়া, বাধন হারা অসীমে।


তুমি নেই বলে, রাতভর এপাশ ওপাশ নির্ঘুম রাত কাটে
সারাঘর শুন-শান খালি-খালি লাগে, তোমার কথা ভেবে-ভেবে,
উচ্চ রক্ত চাপটা বেড়ে গেছে। কতবার বলেছি, যেও না তুমি
আমাকে ফেলে, তোমার উপস্থিতি টের পাই ক্ষণে প্রতিক্ষণে,
তুমি আসবে, ফিরে আসবে বলে আশায় আশায় বসে আছি,
এ পথ, দীর্ঘপথ তবুও তোমার অপেক্ষায় থাকি।