অটো ডান্ডা
আল আমিন চৌধুরী স্বপন
অসান্তি চাও না শান্তি চাও? যারা শান্তির পক্ষে তারা হাত তুলুন আর যারা চুপ-চাপ তারা অশান্তি না চাইলেও চাটুকার স্বার্থবাজ। বক্তৃতা, সভা সমাবেশ নেতাগীরি সবই ঠিক আছে, শুধু নৈতিকতার অভাব। বিশ্বাসের জায়গাটা এসিডদগ্ধ। চারিদিকে অবিশ্বাসের সন্দেহ দৃষ্টি, আর খাই খাই ভাব। হাত বদলের অনিয়ম, হক আদায়ে অনিহা, যার-তার সাথে ক্ষমতার দাপট দেখানো, কথা আর কাজের কোন মিল নাই। শান্তি এখন ধরা-ছোয়ার বাইরে। তর্ক-বিতর্কের মাঝে সবার মধ্য থেকে এক বৃদ্ধ দাঁড়িয়ে বললো আমার হাতে এটা কি? লাঠি, এটা গণতন্ত্রের ডান্ড। যারা গণতন্ত্র ফিরিয়ে না দিবে, গণতন্ত্র পরিচর্চা না করবে, যাদের নূন্য আনতে পান্তা ফুরায়, তাদের দু:খ-কষ্ট যারা না বুঝবে, আমার হাতের এই ওটো ডান্ডা অনায়াসে অসান্তির মাথা ফাটাবে।