কষ্টের চাপ যেন
হায়নার চোখে জোড়া সাপ
যেন জ্যান্ত খাবে বিষ ঢেলে ঢেলে ।

কুয়াশায় হিয়ার কোণ কালো
হৃদয়ের পথে পথিক তুমি নও
সে কথাতো  যদি তুমি জানতে।

কাছে আসতে কেন এত বাধা
দ্বিধা মাঝে তবু যায় ভালবাসা
নয় লোভ-নয় ক্ষোভ মিচে পিপাসা।

শুধু হৃদয় পথপ্রান্তে হল হৃদয়হরণ
জীবনের রথে কেবলি তোমার নিমন্ত্রণ
ক্ষণিকের মিলন মোর অক্ষয় ধন।

কষ্টের চাপ যেন
হায়নার চোখে জোড়া সাপ
যেন জ্যান্ত খাবে বিষ ঢেলে ঢেলে ।