::::


আগুন পাখি
আমি এখন আগুন বেচি
আগুন কিনি,


আগুন পোহায়
দিন রজনী
পরের খেড়ে
দিন দুপুড়ে
মধ্য নিশি
মনের জোড়ে
আগুন মাখি
আগুন পাখি!


আগুন পাখি শুনিনা আর ডাকাডাকি
চোখাচোখি দেখাদেখি ভুলেগেছি মুখোমুখি।


আগুন ভরা মন কাননে
দ্বিগুন বেগে জ্বলছে রনে।


ডানা মেলে আকাশ পানে
দেখতে থাকি উদাস টানে।


আগুন পাখি আমি এখন আগুন চিনি
জ্বলসে যাওয়া
জ্বলসে দেওয়া
দেখতে দেখতে চাখতে চাখতে
সয়ে গেছে রয়ে গেছে
ঘুমিয়েছে জাগার গ্লানি।


আগুন পাখি আসলে আসো
বাসলে ভাসো
কাঁদলে কাঁদো নইলে হাসো
আমি এখন হাসতে জানি
পানির বুকেও জ্বালতে জানি
নিরব নিশি তোরে দেখি
আপন করে
নিশা চরে
ডাকিস কেন মনোভরে
কোথায় যেন থাকিয়ে থাকি
আগুন পাখি!