..


আপাতত আমাকে মুক্তি দাও
তোমার চোখের মায়া থেকে
আমার এখন রোদের জমিন
পুড়ে পুড়ে ছাই ,
আমি একটু ছায়া চাইগো সখি
একটু ছায়া চাই।
আপাতত আমায় মুক্তি দাও
তোমার যাদুমাখা মিথ্যা কন্ঠ থেকে
আমি এখন মেঘের আশায়
দিবানিশি অপেক্ষাতে প্রহর গুণি
কেন জানি বদলে গেছে
মন হরিণী
প্রেমের শ্যামরায়।
মাথার উপর আকাশ ভাঙ্গা ক্রোধ
কে দেবে গো  একটু আমায় বোধ
নগ্ন তুমি উতাল ভুমি
থাকো  তোমার জংয়ের দেহ নিয়ে
তোমার স্তনে বিষে মাখা
হাজার হাতে জিঁইয়ে রাখা
যাওগো জিমিইয়ে।
আপাতত আমাকে মুক্তি দাও
পাপের শিকল থেকে
আমি যাচ্ছি কেন রেগে
তোমার ঠোঁটে ছোট লেগেছে
জানো তুমি মরুভুমিই
সুহৃদ গাছের বেড়া ,
কেন খুঁজো ক্ষণিক তরে
হয়ে দিশেহারা।
আমি এখন মাতাল পথের পথিক
ছুটছি শুধু খুঁজছি বিঁধু
কোথায় আছে
আমার প্রিয় দিগ।
আকুল মায়ায় চেয়োনাকো আর
পাহাড় ভাঙ্গা পাথর চাপা
ভীষণ কঠিন ভার।
রাজ্য তোমার অনেক চাওয়া অনেক পাওয়া
হরেক আবেদন,
অনেক পরে জেনেছিগো
তুমিও নাকি কাদামাখা সাদা রেখা
রঙ্গ প্রিয়জন।
ভাসছো তুমি ভাসতো থাকো
তোমার চোখেই সাজতে থাকো,
আমায় তুমি ডাকছো কেন
কিসের আশায়-
আমি এখন বন্দী মাকড়সা,
নিরাশাতে ডুবছি শুধু
কালের হাওয়া ভাসছে ধূ ধূ
কোথায় মুক্তি যুক্তি ছাড়া
একটা হাসি উপছেপড়া
চাইযে আমি চাই
আমি একটু ছায়া চাইগো সখি
একটু ছায়া চাই।
১৬.১০.২০১৭
দুধবহর ,সুনামগঞ্জ।।