..


অতীত কাল যে মুছে দিয়েছে
সে এক বিলাসি প্রেমিকা
চলমানকে যে বদলে দিয়ে আত্মহত্যা করেছে
সে রজনীতিবীদ নয় কাপুরুষ।
আগামি তোমাকেও ধ্বংস করে ছাড়বে
কোন এক পিতা
যে কিনা মা মাটি মৃত্তিকা চিনেনা
জানেনা মমতার অপর পৃষ্ঠায়
জল আর জল।
তার জন্য আমার খুব মায়া হয়
আপনার ও হবে
সেই বিলাসি আহত প্রেমিকা
যে কিনা ঘরের জন্য পরকে খুঁজতে খুঁজতে
রোজ রোজ ফিরে যায় অতীত কালে
চাঁদের কাছে তারার কাছে
নদী ও গাছের কাছে।
আশ্রয়ের কথা বললেই সবাই
কু নজরে থাকায়
প্রেমিকা ও মাঝে মাঝে এখন বলে
বজ্রের মতো দু একটা নীতির বাদামি কথা।।