ধুলোর বুকে সুখ কে দেখি
দুঃখ দেখি জলে
সময় করে তুই কে দেখি
তুমি নদের ঢলে।
ইচ্ছে হলেই পশু দেখি
শত হাজার টা
নিজের কাছেও নিজকে দেখি
মাতাল বাজারটা।
শাড়ির মাঝে আড়ি কাটে
একশো অনামিকা
নাকের দোলে নকল ফুলে
চলছে এক্কা দোক্কা।
আইন আদালত দেখতে থাকি
গাঙে ভাসা চর,
মন আর মানুষ, মানবতায়
বেশ উঠেছে জ্বর।
কই গেলোরে বৌছি খেলা
কানামাছি রোজ,
গোল্লাছুট আর মইল্যা খেলার
নেয়না কেহ খোঁজ।
পাঠ্যপাতায় নীতি প্রেমে ভরা
কুছুর কাছুর,
কর্মে মাতম মদ পেয়ালা
হায়রে গরু বাছুর।
লাত্তি মারি পোশাক আশাক
বাড়ি গাড়ি ঘর,
যা চলে যা সুন্দরী ঢং
সব কিছুতেই ঝড়।
আমার বাঁশি রাগ করেনা
যায় বেজে যায় স্বাধীন,
পাখি উড়ে পরি নাচে
নাই ভেজালের ঋণ।