একটু পরে সকাল হবে
ফুল গুলো সব যোগান দেবে
মোরগেরা জোগাড় দেবে
শিশির পায়ে আদোল গায়ে
হেঁটে যাবে হেঁটে যাবে
শুভ্র সোহাগ একটু পরে।
একটুপরে সুয্যি মামা আলো দেবে
ভালো করে চেয়ে রবে কিছু নয়ন
কিছু স্বপন মুছে যাবে
মুছে যাবে কত কথা
অশ্রুলতা ভিজে যাবে একটুপরে।
একটু পরে পাহাড় থেকে ঝর্ণাধারা
গান শোনাবে প্রাণ মাতিয়ে
সুরের পাখিগেয়ে যাবে বিড়বিড়িয়ে
একটু পরে একটু পরে।
একটু পরে রাতের আঁধার পালিযে যাবে
পালিয়ে যাবে কালো বেলা
একটু পরে পাশে বসে অংক কষে
ভেসে যাবে জলের বুকে কলার ভেলা
হেলায় হেলায় দিন পোহাবে,রাত পোহাবে
একটু পরে।
একটু পরে আসবে কবি
ডাকবে রবি নূতন করে
গগন জুড়ে একটু পরে
ঝড় তুফানের বিচার হবে
জমিন বুকে মিটে যাবে
এ হাত ও হাত
এ কাত ও কাত
কত আলাপ কত স্মৃতি
কত পীরিত কত প্রীতি
একটু পরে
একটু পরে!!!
একটু পরে একটু করে দুরে যাবে
যেতে যেতে আরো দুরে অনেক দুরে
একটু পরে আসবে কাছে আরো কাছে
কেহ কেহ কাছে আসার অন্তপুরে।
একটু পরেই হচ্ছে সবি
কবিতা তাই লিখছে কবি
একটু পরে মানুষ হবে মুখোশ দানব
দানব হবে মুখোশ মানব
ফটোগ্রাফার রোজকে রোজে
যাচ্ছে তুলে কত ছবি।