..
জলমহালের গন্ধ জল খেকোর নাকে লেগে থাকে বারো মাস
নল খাগড়ার আঁচড়ে রক্ত ঝরুক না
তারপরেও জলের নীচের গল্প বাবু।
ঝাঁকে ঝাঁকে মাছ
সোনাই চান্দের চাষ ।
জালি ও জেলে নিপাত যাক
জল খেকোরা ছাতা পাক হারাম জাদা বলে কথা,
আরেকটু গালি দিলেও মন্দ না
কাদা মাখা মানুষ গুলো বকতেই জানে
কি আর করবে ভোট না দিলেও চলে
আর দিলেই বা কি
রাত দুপুরে ভয়ানক ধমকে
হাতের একটা টিপ ।
ধান গম আমদানিতে আমরাই সেরা
হাওরের ধান নেই বলে ,
একদিন মাছ আমদানিতে সেরা হবো
দেখে নিও হরি শংকর
সময় আসে আসে দাদাভাই ।
কৃষক শব্দটা যাদুঘরে থাক
এই নামে পদক দেয়া যেতে পারে
আর পদকের জন্য মাল মসল্লা দেয়া
শুরু হয়েছে ।
হারাম জাদার ঘরে শাহজাদা পদকে হুররে হুয়া
জল খেকো বলে কথা ।।