পুরানা কথা তুলে আর
লাভ কি বলো
যে কথা হারিয়ে গেছে
হারিয়ে যাক
যে ব্যথা মুছে গেছে
তা মুছে যাক
এখন ক্যামন আছো
কি করো
তাই বলো।
পুরানা গান শুনে আর কি হবে
কি হবে পুরানা কথা
ও কবিতায়
এখন নূতন কথা বলো
বলো নূতনের কথা
পূরাতন ফিরে এলে
অযথা হবে অনেক হিসেব নিকাশ
বাড়বে অনেক ব্যথা।
পুরানা পথে যেতে হয় একা একা যাও
পুরানা তরিতে ভাসো যদি
ভাসাও বোবার নাও।
এখানে পুরাতন বলে কিছু নেই
সব নূতন চকচকে ঝকঝকে
নূতনের নিকেতন।
হারিয়ে গেছে শিশুবেলা
হারিয়েছে শৈশব কৈশর
এখন সময় দিয়েছে পাড়ি
পদে পদে চলেছে নূতনের বাড়ি।
চোখেতে নেই আগের জ্যেতি
চুলগুলো পাকা
আশা ও স্বপ্নরা জং ধরেছে
ঘুরেছে নিয়তির চাকা।
পুরাতন ভাবনা ভেবে লাভ নেই প্রিয়
ক্ষতির বিড়ম্বনা বেশি,
আগামির ভাবনা ভাবি চলো
এতেই জুটবে হাসি।