শোন্ রে ক্লীব পাতিয়া কান
বঙ্গ জননীর অরুণ প্রাতের তরুণ সন্তান।
জীবন মরণে ত্রাণ-দুয়ারে,
প্রিয়-হারা একুশের আহবান।
একাত্তরের বাংলার বুকে ক্ষীপ্র রক্তের তুফান
সে ও কি একুশের ঝড়ো আহবান?
২৬ শে র্মাচ এর ডাক শতাব্দীর নয়া কান্ডারী আসি
সুখের ডিঙ্গায় বসি, পালে রশী ধর কশি।
দিনে দিনে শহীদি সাজ র্জীণ হইল,
নয়া কান্ডারীর শনে দেখা নাহি মিলল
জেগে ওঠ বঙ্গমার ক্লীব সন্তান
পূর্ণ কর দ্বিজেন্দ্রলালের "আমার জন্মভূমির" অভিধান।
শান্তির তাজমহল গড়িবার লাগি
অন্ধকারের-বন্ধ খাঁচা ছাড়ি,
এসো উমরের খঞ্জর ধরি
বঙ্গমায়ের কোলে আর একবার লালে-লাল হয়ে মরি।