তোমায় ফিরে আর পাবো না
এখন আমি বুঝি,
তবু পাওয়ার আশায় আজও
হন্যে হয়েই খুঁজি।


তুমিতো নেই পর হয়েছ আজ
ভাঙে না মোর ভুল,
আমার এ মনের বাগানে তুমি
হয়েই আছো ফুল।


জগৎ জোড়া ফুলের ভিড়ে
কেউ আমার নয়,
কেমন করে মনকে বোঝায়
কেঁদে আকুল হয়।


বন্ধু কোথায় প্রশ্ন করি যখন
বনফুলের কাছে,
জবাব আসে লোকের বুকে
চাঁদ হয়েই আছে।


চাঁদজ্বলা সে জোসনা রাতে
খুঁজি দিকে দিকে,
আকাশের ঐ ঝলমলে চাঁদ
হয়ে আসে ফিকে।


থমকে থাকা নীল জোসনা
চুপিচুপি বলে কানে,
তুমি কোথায় হারিয়ে গেছো
নীলজোনাকি জানে।