মোর রক্তে রাঙা হৃদয় খানি
দু'চোখ জলে ভাসে,
শত দুর্যোগে অন্তরে জাগে
প্রতি নিঃশ্বাসে-বিশ্বাসে।


চিঠি খানা যদি পাই সে আশায়
পড়ে থাকি অবহেলায়,
বিমোহিত করে,বুকে দিয়ে আশা
সে মাতে রঙের খেলায়।


স্বপ্নের মতো কত সাজসজ্জায়
সে রূপকথার মত পরিপাটি,
বসন্ত এলে মুখ তুলে দেখি
এ ভিখারি দশাই খাঁটি।


তুমি তো অবহেলে গেলে চলে
এই শুষ্ক মরুর বুকে,
আমি কেঁদে কেঁদে মরি হায়
নিরবে ধুঁকে ধুঁকে।


এ লোক দেখানো ভালোবাসা
কভু চাই কি কেউ ভাই,
আজি সত্যি হলো তাই -
সারাবছর এই অধমের প্রেমের
প্রতি যত্ন থাকা চাই।