বলেতেছি ২৫ই মার্চ রাতের কথা,
ক্লান্ত শরীরে ঘুমায় বাংলা মায়ের জনপদ।
বিপদ বাণী নিয়ে আসে পাকিস্তানি বাহিনী
ঘুমন্ত মানুষ জেগে পরে বাংলা মায়ের কোলে।
ও আমার প্রিয় বাংলাদেশ।


ত্রিশ লক্ষ প্রাণের রক্তের বিনিময়ে
স্বাধীন হয়েছো বাংলা তুমি
ও আমার প্রিয় স্বদেশ জন্মভূমি।


ক্লান্ত শরীরে ঘুমাই মোরা শান্তি পাই
বাংলা মায়ের কোলে।
বাংলা তোমায় করছে যারা স্বাধীন
মোরা স্বরণ রাখব তাদের চিরদিন।
মাগো তোমায় স্বাধীন করে পেয়েছি মোরা
মুক্ত আকাশ, মুক্ত বাতাস,
মুক্ত ভাষায় লিখছে কবি কবিতা।
এখন মোরা গেয়ে বেড়াই স্বাধীনতার গান
ও আমার প্রিয় বাংলা মা
তোমায় কত ভালোবাসি।