বহু অপেক্ষার পরে
আজ আবার দেখা হলো তোমার সনে,
       মনে পরে শেষ কবে
   দেখা হলো তোমার সাথে।


  সেদিন ছিলো শ্রাবণ ধারা
    গোধূলি শান্ত বেলা,
দেখেছিলাম তোমার মিষ্টি হাসি
আজও তা স্বরণ করে বেচে আছি।


বছর ঘুরে আসে যখন শ্রাবণ ধারা,
  জানালার পাশে বসে আমি
দেখতে চাই রাতের তারা,
   পাইনা যখন তারার দেখা
তখনই মনে হয় আমি বড় একা।
   বহু অপেক্ষার পরে
আজ আবার পেয়েছি তোমার দেখা।


     দেখে তোমার মিষ্টি হাসি
আজও বলি তোমায় ভালোবাসি।


     বিধাতার এ কি খেলা
ভালোবাসি বলে আজও আবার মিলন মেলা।


শেষ যে দিন হলো দেখা পড়েছিলে নীল শাড়ী
   আজও আমি সে কথা মনে করি,
তোমায় সেদিন দেখতে লাগল আসমানের পরী,
  সেই শ্রাবনের কথা আজও মনে করি।


    বহু অপেক্ষার পরে আজ
আবার পেয়েছি তোমার দেখা
    তোমার দেখা।