ফিরে পাবনা সেই দিন গুলি
পুরোনো সৃতি কি করে ভুলি,
     ভোর হতো
    ঘুম ভাঙ্গত
মা যখন ডাক দিতো।


হই হুল্লায় মাতিয়ে
   যেতাম সবাই পাঠশালাতে
নিতাম শিক্ষা আদর্শলিপিতে।
    ছুটি হলে
     পাগলা বেশে
যেতাম মোরা বাড়িতে।


বিকাল বেলা উদলা গায়ে
যেতাম মোরা খেলার মাঠে,
সন্ধ্যার আগে বাড়ি ফিরে
ডাকতাম যখন মাকে।


দিলো মা বকুনি
কিযে করি এখনি
পড়তে বসতাম তখনই।