বসন্তের শেষ কালে
  কোকিল ডাকছে মৃদু সুরে,
তুমি এখন অনেক দূরে।
মনে পরছে তোমায় বহু রূপে
যদিও নেই তুমি আমার কূপে,
ভূলে গেছো আমায় তুমি
   সম্পূর্ণ রূপে।


কথা এমন ছিলো না
    বলেছিলে
  আমায় ছাড়া
অন্য কারো হবে না।


এখন তুমি আমার
  সন্ধান কেনো করো না।


আষাঢ়ের ব্যাঙের ডাকে
  নেমেছিল বৃষ্টি
আমাদের ভালোবাসার হয়েছিল সৃষ্টি।
কথা ছিলো সারা জীবন
আমার উপর রাখবে দৃষ্টি।


চৈত্রের প্রখর রোদে
  মাটি ধরেছে ফাটল
রইলো না আমাদের
  ভালোবাসার বাধন অটল।