বাড়ির পাশে ছোট্ট খাল
    অল্প পানি চিরকাল
পাশে ছিলো শালিক পাখির বাসা।
  আমরা যেতাম গোসল করতে
দেখতাম পাখির যাওয়া আসা।
কারো মুখে থাকতো আহার,
  আবার কেউ খালি।
আমরা ছিলাম কয়েক ভাই,
  ছুড়তাম তাদের বালি।
তারা কখনো দিতনা মোদের গালি।


আম্মু বলতেন কাদের সাথে করছো খেলা
  চলে যাচ্ছে যে বেলা।
গোসল সেরে বাড়ি ফিরো
   ছোট্ট সোনা।