জলসা ঘরের নিভু নিভু আলোয় ,
তোমার মনোরঞ্জন করে ...
আমার নগ্নতা ।
তখন তো আমাকে পবিত্র বলে ,
লুফে নাও আমার যৌবন ...
মিটিয়ে নাও তোমার তৃষ্ণা ।
অথচ খোলা আকাশের নিচে ...
সূর্যের আলোয় ...
যখন জেগে উঠে ...
আমার যৌবন ,
অপবিত্র বলে ...
আমাকে পাপী বানাতে ...
একবারও ভাবো না ।
আমি কি ...
আমারই পাপে পাপী !
নাকি তোমার পাপ ...
আমাকে না দিলে ,
পালাবার পথ পাবে না ।  
হায়রে পুরুষ কতো কাল আর ,
আমার যৌবন ...
আমার জীবন ...
নিয়ে খেলবে ,
আর আমাকেই বলবে বেশ্যা ।  
আমি যদি বলি তুমিও তো কম যাও না ,
মানবে পুরুষ !
ফিরিয়ে দিবে আমাকে ...  
আমার সম্মান ...
আমার স্বপ্নগুলো ,  
যা হত্যা করেছো তুমি ...
গলা টিপে ...
আমারই হাতে হাত রেখে ।
তুমি দেবে না ,
তুমি পারবে না ।