গদ্য বা পদ্য সব ধরনের লেখাতেই আমরা বিরাম চিহ্ন ব্যবহার করি। কিন্তু অনেকেই আছেন যারা কবিতায় বিরাম চিহ্ন ব্যবহার করতে চায় না। এর ফলে আমি ব্যাক্তিগতভাবে বুঝতে পারি না কবিতাটি কিভাবে পড়ব কোথায় থামব ইত্যাদি।


এখন আসরের কবিরাই বলেন বিরাম চিহ্নের গুরুত্ব কতটুকু? আর আমি বড় কোন কবি বা সমসাময়িক কবিদের দেখি নাই যে তারা বিরাম চিহ্ন ছাড়া কবিতা লিখেছে।