স্বাধীনতা মানে অসীম আকাশে উড়ে যাওয়া এক পাখি,
স্বাধীনতা মানে এক সাথে মিলে হাতে হাত সবে রাখি ।
স্বাধীনতা মানে ফসলের মাঠে চাষীদের গাওয়া গান,
স্বাধীনতা মানে রাজপথে যুব-তরুণের তাজাপ্রাণ ।
স্বাধীনতা মানে বেকার ছেলের চাকুরি পাওয়ার সাধ,
স্বাধীনতা মানে দাবী করা সব জনতার ভাঙা বাধ ।
স্বাধীনতা মানে চাকুরিজীবীর স্বস্তির নিঃশ্বাস,
স্বাধীনতা মানে খেলার শেষেতে বিজয়ের উল্লাস ।
স্বাধীনতা মানে পুকুরের জলে ভেজা রহিমের তনু,
স্বাধীনতা মানে বৃষ্টির পর আকাশের রংধনু ।
স্বাধীনতা মানে রজনীর শেষে সূর্যের শোভা দেখা,
স্বাধীনতা মানে আমার হৃদয়ে বাংলার ছবি আঁকা ।
স্বাধীনতা মানে বাংলা মায়ের মুখের মিষ্টি হাঁসি,
স্বাধীনতা মানে ভাষা আর দেশ আমি বড় ভালবাসি ।