সময় পঙ্গু হলো যেদিন থেকে?
সেদিন থেকে পা ঝিম ঝিম করে রোজ
অন্ধকারে পথটা, ঠিক পথ থাকে না আর
তবুও আমি জোনাকির পিঠে চরে রাত্রি জাগি।
আমি অবসন্ন বিকেলকে খুব করে চিনি
দুর্গন্ধের ঘামে ও কেও ভিজতে দেখি রোজ
ও কেও দেখি- ভিতু স্বৈরাচারে মত অস্ত রাগে
ও কেও দেখি সময়ের আগেই তলিয়ে যেতে।
ইদানীং কোমরে যত ক্যাঁচ্‌ক্যাঁচানি -ব্যর্থতা
রোজ তাকে যমুনার জল ঢেলে শান্ত করি
যেখানে চর জেগে আছে, যে যমুনা নিজেই ক্লান্ত
তার কাছে ভিখারির প্রার্থনা রাখি নিত্য প্রভাতে।
সূর্যটা হেলেও থাকে না আর, টপ করে ডোবে রোজ
ডুমুর ফলের গুণক গুলো? গোনার আগেই পচে
তবুও বৃথাই চেষ্টা, আবার যদি ডুমুর জোটে
ডুমুর খুঁজতে সূর্য ডোবে, সূর্য ডুবতে ই আমিও ডুবি।