রাতের ঘন কালো চাদর ছিঁড়ে
যে ঝকঝকে পূর্ণিমার চাঁদ জ্বলে?
ওটা আর কেউ না, ওটাই আমার স্বপ্ন
যে স্বপ্নের ঢেউ'য়ে ভেসে থাকি আমি
বেঁচে থাকি একদিন ব্লুলেগুন দেখব বলে।
যদিও একটা প্রখর সূর্য পাড়ি দিই আমি
ঘেমে-নেয়ে ছুটে চলি সন্ধ্যার খোঁজে
সেখানেও পরম শান্তি, স্বপ্ন ডাকে আমায়।
কোনো এক সন্ধ্যার পর রাত্রির ক্যানভাসে
ঠিকই খুঁজে নেব আমার জীবনের রসদ
প্রত্যাশার আঁচলে তুলে নেব সমস্ত প্রাপ্তি
বেঁচে থাকার একটা অর্থ লিখে দেব চরে
যেখানে মুক্ত ঝিনুক আর বালুকার ঝিকিমিকি।