বৃষ্টির দিন আজ মেঘলা আকাশ
ঝিম ধরা মন জুড়ে ঘুমের আভাস,
দূর থেকে ভেসে আসে নদীর ডাক
আজ এই জলে ভিজে দুঃখ ঘোচাক।


মেঘেদের ফাঁকে ফাঁকে বিদ্যুৎ খেলে
পারার কচি-কাঁচা দে ছুট পুকুর পারে,
বৃষ্টির ফোটার সাথে করে ঝাঁপাঝাঁপি
হাসেরাও খুশি আজ করে মাতামাতি।


গেরস্ত বসে আছে যাবে গঞ্জের হাটে
নৌকার আলসেমি মাঝ নদে ভাসে,
বৃষ্টির জল পড়ে স্যাঁতসেঁতে পথঘাট
জমেনি হাট আজ তবুও বৃষ্টিটা থাক।