নীরব রাতে কবিতা লিখতে বসেছিলাম
শব্দ খুঁজছিলাম গভীর অন্ধকারের বুকে
বিচ্ছিন্ন টিমটিম জোনাকির আলোর মতো
কিছু শব্দরা ছিল ঠিকই অথচ ওরা আতঙ্কিত।


ওরা ফিসফিস করে ভয়ের কথাই বলছিল
বলছিল বিচ্ছিন্ন না, এবার একত্রিত হই এসো
এসো মিছিলের মতো সবাই দল বেঁধে হাঁটি
সংঘবদ্ধ হতে হবে এখন, আরও শক্ত হতে হবে
আরও কিছু জোনাকির দল হেঁটে এলো সাথে
ওরাও আমার কবিতার পঙ্‌ক্তিতে মিলিত হবে।


কিছু জোনাকির হাতে প্লাকার্ড, কিছু ফেস্টুন
আরও কিছু শব্দ সঞ্চিত হতে পারে কবিতায়
মিলিত হলো আলোহীন ছোট ছোট পোকাও।


অমানিশার গভীর আতঙ্ক বুকে দমিয়ে রেখে
আমি কলম চালাতে লাগলাম কপাল মুছে,
একেকটি জোনাকির আলোর শব্দের কবিতা
যে কবিতা শতাব্দীর মুক্তির স্লোগান হতে পারে।