বিবর্ণ পাতার মতই ঝরে পড়া সময়
আমাকে সেও বলেছিল সমাপ্তি র গল্প
আমি সবুজ ছিলাম, উদাস ছিল মন
বুঝতে পারিনি একদিন বিবর্ণ হতে হয়।


ঝরা পাতার কান্নাকে সঙ্গীত ভেবেছিলাম
আজ পড়ন্ত রোদে দেখি আমিও ফ্যাকাশে
গা ছুঁয়ে জেগে ওঠা দিন শেষের কালো ক্ষত
আমাকে বলে দিলো- কীভাবে সময় শেষ হয়।


শহরের কোলাহলেও একদিন ভাঙবে না ঘুম
চিরায়ত নিয়মের টানে স্রোতে ভেসে ভেসে
একদিন জীবনের সমস্ত জলাভূমি ডিঙিয়ে
সন্ধ্যার আঁধারের মতো রাত্রির বুকে হারাতে হয়।