একটি ঘুমহীন রাতের পর্দা উঠে গিয়ে
বেরিয়ে আসে কিছু ক্লান্ত উষ্ণ বাতাস।
নীরবতার অন্ধকারে কি যেন খোঁজে সে
কাকে যেন ডাকে সে ভেজা ভেজা চোখে।
দূর থেকে ভেসে আসে আহত চাতকীর
বুক চৌচির করা কি সেই করুণ আর্তনাদ।
শিশির ভেজা পা আটকে যায় অতীত পথে
উষ্ণ বাতাস থমকে তাকায় আকাশের দিকে।
ওখানে দূর কালো মেঘে মেঘে আসা-যাওয়া
তাঁর ফাঁকে নক্ষত্রী তুমিও কি জেগে আছো?
দেখছো আমায়? চিনতে পারছো আমাকে?


কি বোকা আমি! অযথাই খুঁজি মৃত তোমাকে!
কেউ নেই, আকাশের মতোই শূন্য বুকের চাদর
থেকে থেকে আগ্নেয়গিরির উদ্‌গিরণ দীর্ঘশ্বাসের।
তোমার চির বিদায়ের পথে জোনাকি জ্বলে ঠিকই
তবুও আলোহীন থেকে যায় আমার বিষণ্ন পৃথিবী।