আমার কোনো সীমানা নেই
নেই গন্তব্য অথবা অপেক্ষার একটাও সূর্য
আমার একটা বিস্তীর্ণ মরুভূমি আছে
আছে তার কোলঘেঁষে এক টুকরো মরুদ্যান।


আমার ভেসে যেতে কোনো ভয় ছিল না
কারণ আমি ডুবতেও জানি-উঠতেও
আমি তলানিতে গিয়ে আবার উঠে আসি
আমার তো আর শেষ নেই, মৃত্যু নেই আমার।


আমার কপালে সেঁটে আছে অমাবস্যা রাত
বুকের চৌকাঠে পড়েছে জং, তবুও চলতে থাকি
আমাকে অতিক্রম করতে হয় আমার নিয়তি
যেটার কোনো শেষ নেই, নেই কোনো তার সমাপ্তি।


আমাকে হাঁটতে হয় বাধ্য হয়ে পা পুড়ে পুড়ে
নাহ্, যন্ত্রণা আর নেই একটুও, শুধু ক্লান্তি আছে
আমাকে যেন একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে গেছে
মরতে মরতে বাঁচ, আবার বাঁচতে বাঁচতে মরো।


বলছিলাম নিয়তির কথা, ললাটের লেখা নিয়তি
একপেশে ভালোবেসে কিনেছিলাম সেই কবে
হবে হয়তো আঠারো ফাগুন আগে কোনো বসন্তে
প্রেমিকা যেখানে লটকে আছে এক টুকরো স্মৃতি হয়ে।