ঐ বাঁকটা পেড়োলেই বুঝি আলো
এই অন্ধকারের পরেই বুঝি আলো
এক পা, দু পা ভোরের কুয়াশায়
গ্রীম্মের উষ্ণতায় কিংবা বর্ষায়
এভাবেই চলেছি অনাদি অনন্ত
আলোর আশায় স্বপ্ন অফুরন্ত।
অথচ এই পথ না কভু ফুড়ায়
আর বাঁক না তবু শেষ হয়।
পথের বাঁকেই জীবন পড়ে রয়।।